Khoborerchokh logo

কুষ্টিয়ায় আইসিটি মামলায় এক কলেজ ছাত্রী মীর মনিরা কারাগারে । 109 0

Khoborerchokh logo

কুষ্টিয়ায় আইসিটি মামলায় এক কলেজ ছাত্রী মীর মনিরা কারাগারে ।



 কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক 
কুষ্টিয়ায় আইসিটি আইনে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে আজ (১৮ এপ্রিল) বিকেলে জেলে প্রেরণ করেছে আদালত। ঐ ছাত্রীর নাম মীর মনিরা, ২৩, সে বেসরকারী নর্দান ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষে লেখাপড়া করে। সে কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার বাসিন্দা। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসনের  সহকারী কমিশনার বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।এ’মালায় বলা হয় করোনা নিয়ে কুষ্টিয়ায় জেলা প্রশাসকের ফেসবুক পেজে প্রচারিত সংবাদ বিজ্ঞপ্তি কপি করে নিজের নাম ব্যবহার করে ফেসবুক ম্যাসেঞ্জারে প্রচার করছিলেন ঐ তরুণী।এই বিষয়টি খুলনা বিভাগীয় কমিশনার কুষ্টিয়ার এক চিকিৎসকের মাধ্যমে অবগত হন। পরে তিনি বিষয়টি কুষ্টিয়া জেলা প্রশাসক কে অবহিত করেন। 
জানা যায় মীর মনিরা কুষ্টিয়া জেলা প্রশাসক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রচার করছিলেন এবং নিজেকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছিলেন। 
মীর মনিরার পরিচয় জানার পর তাঁকে তাঁর আত্মীয়ের সঙ্গে গতকাল শুক্রবার জেলা প্রশাসকের বাংলোয় ডাকা হয়।
সেখানে জিজ্ঞাসাবাদে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন্নাহারের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন মনিরা। মনিরা জানান, তাঁরা সাত বন্ধু মিলে ম্যাসেঞ্জারে ফটোশপের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রদান করে থাকেন।
ঐ তরুণী জানান জেলা প্রশাসকের ঐ সংবাদ বিজ্ঞপ্তির কপিতে জেলা প্রশাসকের নাম ও স্বাক্ষর এডিট করে সেখানে মীর মনিরা নাম ও স্বাক্ষর দিয়ে সেটা তাঁর পরিচিত ব্যক্তিদের কাছে পাঠাতেন। এটা তিনি মজা করে করতেন বলে জানিয়েছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আইসিটি আইনে মামলায় ওই তরুণীকে গ্রেপ্তার করা হয় তার বাড়ি থেকে এবং আদালত তাকে জেলে প্রেরণ করে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com